হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে দারুন একটি সুখবর। আর সুখবর টি হলো। আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে এখন থেকে আপনি আপনার ফেসবুক গ্রুপ মনিটাইজ করতে পারবেন। হ্যা বন্ধুরা এটা সত্য। কিছুদিন আগেই ফেসবুক নতুন এই ফিচার টি নিয়ে এসেছে। তো কিভাবে ফেসবুক গ্রুপ মনিটাইজ করবেন। জানতে হলে পুরো পোষ্ট টি পড়তে থাকুন। তো সম্পুর্ন পোষ্টে আমি আপনাদের সাথে আছি নুর নবি আর আপনারা দেখছেন N Site 24.. চলুন শুরু করা যাক।
ফেসবুক গ্রুপ মনিটাইজেশন।
তো বন্ধুরা এখন থেকে ফেসবুক গ্রুপ মনিটাইজ করে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। কারণ ফেসবুক এই ফিচার টি কয়েকদিন আগে নিয়ে এসেছে। আর সর্বপ্রথম আমি ই আপনাদের সামনে এই ব্লগ পোষ্ট টি নিয়ে এলাম। এর আগে কেউ এরকম পোষ্ট কোনো ওয়েবসাইটে করে নাই। আশাকরি আজকের এই পোষ্ট টি সম্পুণ পড়লেই আপনি খুব সহজে আপনার ফেসবুক গ্রুপ টি ভালোভাবে মনিটাইজ করতে পারবেন। তো চলুন আমাদের আজকের পোষ্টের মুল আলোচনায় চলে যাই।
ফেসবুক গ্রুপ মনিটাইজ করতে কি কি লাগে?
সব কিছুর যেমন কোনো না কোনো নিয়ম কানুন থাকে। তেমনি ফেসবুক গ্রুপ মনিটাইজ করার জন্য ও কিছু নিয়ম কানুন আছে। যদি ও নিয়ম কানুন গুলো অতটাও কঠিন কাজ না। তবু ও অনেকের কাছে কঠিন মনে হতে পারে।
নিচে নিয়ম কানুন গুলো দেখানো হলো:
- ১০০০ মেম্বার.
- পাবলিক গ্রুপ.
১০০০ মেম্বার:- মানে হলো আপনার গ্রুপ এ ১হাজার মেম্বার হতে হবে। আপনার গ্রুপ এ যদি ১হাজার মেম্বার থাকে তাহলে আপনি ফেসবুক গ্রুপ মনিটাইজ করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনি মনিটাইজ করতে পারবেন না।
এর জন্য আপনাকে অবশ্যই ১হাজার মেম্বার এড করতে হবে আপনার গ্রুপে। তাই একটু কষ্ট করে হলে ও তাড়াতাড়ি আপনার গ্রুপে ১হাজার মেম্বার এড করে নিন। কারণ একটু কষ্ট করলেই ফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
পাবলিক গ্রুপ:- আপনার গ্রুপ টি অবশ্যই পাবলিক গ্রুপ হতে হবে। এটা বাধ্যতামূলক। আপনার গ্রুপ যদি প্রাইভেট হয়ে থাকে। তাহলে কোনো দিন ই আপনি আপনার ফেসবুক গ্রুপ মনিটাইজ করতে পারবেন না।
কারণ আগে প্রাইভেট থেকে পাবলিক আর পাবলিক থেকে প্রাইভেট অর্থাৎ চেঞ্জ করা যেত। কিন্তু এখন এই সিষ্টেম টা ফেসবুক একেবারেই উঠিয়ে নিয়েছে। যার কারণে এখন আপনি চাইলে ও প্রাইভেট গ্রুপ থেকে পাবলিক গ্রুপে কনভার্ট করতে পারবেন না। তাই যদি আপনার গ্রুপটি পাবলিক না হয়ে প্রাইভেট হয়ে থাকে।
তাহলে এই গ্রুপের মনিটাইজ আপনি কখনো ই করতে পারবেন না। আপনাকে পুনরায় আবার নতুন গ্রুপ খুলে উপরের রুলস গুলো কম্পলিট করতে হবে।